Subscribe:

ভালোবাসার বৃষ্টি

-- "তোকে খুব মিস করছি রে সেঁজুতি।"

-- "আমিও ভীষণ মিস করছি।কেমন আছিস তুই?"

-- "আমার আর থাকা।তোর কি অবস্থা বল?"

-- "তুই এমন হয়ে গেলি কেন বল্‌তো ?"


-- "পাঁচ বছর আগের দীপকে কি আর আগের মত পাবি... সবেতো চার দিন হলো দেখছিস।"

-- "হুম...আচ্ছা শোন্‌ ,তুই এখন আর লেখালেখি করিসনা তাইনা?জানিস তোর সেই ডায়েরিটা এখনও আমার কাছে আছে।আমায় নিয়ে আবোল তাবোল কত কি লিখতিস।কিন্তু খুব সুন্দর করে,গুছিয়ে।"

-- "ধুর পাগলি একটা।এত ঢং এখন আর ভাল লাগেনারে।এখন বাজারে কোন কোম্পানির কলম চলছে তাই জানিনা,আবার লেখালেখি।"

-- "তাহলে পড়াশোনা ছেড়েই দিয়েছিস?"

-- "পারলে একেবারেই ছেড়ে দিতাম,কিন্তু মাকে আর কষ্ট দিতে ইচ্ছে করেনা যে।"

-- "ঐ যে বললি কলম চিনিসনা।"

-- "হা হা হা...তুই কিন্তু আগের মতই আছিস।ঘাপটি মেরে থাকতি আমার ভুল ধরার জন্য।কালির দোয়াত নিয়ে যাই ভার্সিটিতে,বুঝলি?আচ্ছা এখন ফোন রেখে ঘুমা,কাল ক্লাস আছেনা?তোর কান একেবারে ঝালাপালা করে দিয়েছি।"


****আমার রাত জাগা তারা,
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়,
আমার একলা লাগে ভারি।****

অনিন্দ সাহেব কি গান করলেন,কথাগুলো রাতদুপুরে শুধু মাথায় ঘোরে,বড্ড জ্বালায়।ভাই গাইবেন ভাল কথা,আর একটু কম দরদ দিয়ে গাইতে পারলেন না !!! তাহলে রাতে একটু ঘুমোতে পারতাম,শান্তির ঘুম...কতকাল ঘুমোইনা......।

ভালই হয়েছে তোকে আবার ফিরে পেয়েছি। রাতগুলো বেশ কেটে যায় মুখবইতে(Facebook,আমি উনাকে এই নামেই ডাকি) তোকে নিয়ে গবেষণা করে। জানিস তোর লিখাগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। তোর ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখি। কত বড় হয়ে গেছিস,তাও আবার ভার্সিটিতে পড়িস। তুই অনেক সুন্দর হয়েছিস,একেবারে ডানাকাটা পরী। আর তুই কিন্তু দারুন লিখিস। লাইক বাটনে ক্লিক করব করব করেও করিনা। কত কি যে বলতে চাই,কিন্তু বলতে পারিনা। কেন যে পারিনা...তোকে খুউউউউব ভালোবাসি সেঁজুতি। এই কথাটাও মুখ থেকে বের হয়না। আমি আর আগের আমি নেইরে। হঠাৎ করেই তোকে খুঁজে বের করলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার পর থেকে ভেতরে কেমন জানি হাতুড়ি পেটা আওয়াজ হচ্ছিল। একবার মনে হলো ক্যান্সেল করে দেই,আবার ভাবলাম দেখিনা কি হয়। জানিস মিনিটে মিনিটে ঢু মারতাম তুই একসেপ্ট করেছিস কিনা দেখার জন্য। অবশেষে করেছিস একদিন পর,সাথে বিশাআআআল এক ম্যাসেজ। কত অভিযোগ,কত অনুযোগ। "এতদিন কোথায় ছিলাম,আমায় কত খুঁজেছিস কিন্তু পাসনি"...এই সেই আরও কত কি । পাবি কিভাবে,সব রাস্তাতো বন্ধ। যে প্রযুক্তির কল্যাণে তোকে পেয়েছি তাকেও তো আমি শাসন করে রেখেছি "পাবলিক সার্চ অফ" নামক ঝাড়ি দিয়ে। তারপর অনেকটা জোর করে আমার নাম্বার নিলি,আমাকেও তোরটা দিলি। এরপর থেকে শুধু কথা আর কথা...তোর কথা শুনে আমার ভোর হয়,আবার রাতের আকাশ দেখি তোকে শুনতে শুনতে। আজ যেমন রাত শেষে এই কাকডাকা ভোরে ফোনের অপর প্রান্তে অপেক্ষা করছি।অবশেষে মনে হলো আমার কথা।আমিও যথারীতি শুরু করলাম দুইটা শব্দ দিয়ে...

-- "হ্যাঁ বল।"

-- "শুভ সকাল।"

-- "শুভ সকাল মিস সেঁজুতি,আজ ক্লাসে গেলিনা?"

-- "নাহ যাইনি। শোন,আজ আমার সাথে একটু দেখা করতে পারবি?"

-- "হুম পারব কখন,কোথায় বলিস।"

-- "ঠিক আছে, আমাকে চিনতে পারবিতো?"

-- "সেটাওতো কথা,,,তোর চেহারা হয়ত ভুলেই গিয়েছি।এখন রাখিরে,কাজ আছে।"(বুঝিরে,আমার ওপর তোর অনেক অভিমান...তাই বলছিস চিনব কিনা।)


***বিকেল ৪.০০ টা***

ঝকঝকে রেস্টুরেন্টে ঢুকেই গায়ে শীতল বাতাসের ঝাপটার সাথে খুব পরিচিত একটা ঘ্রান এসে যেন ধাক্কা দিল আমায়। এদিক ওদিক খুঁজে চোখ গিয়ে আটকালো কর্নারের টেবিলে। দূর থেকে দেখে মনে হলো ছোট্ট একটা পুতুল বসে আছে। ধীর পায়ে পুতুলটার কাছে যেয়ে পাশে বসলাম। এই সেই চেনা ঘ্রান,কতকাল পাইনা। কিছু বলতে পারছিনা,সেঁজুতিও চুপ হয়ে আছে। যেন নির্বাক চলচিত্র। নীরবতা ভেঙ্গে আমিই বললাম,

-- "কি খাবি বল।"

-- "তোর যেটা ইচ্ছা।"

ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিচ্ছি আর আড়চোখে সেঁজুতিকে দেখছি । ও অবাক হয়ে দেখছে,হয়ত ভাবছে আমি এখনও তার পছন্দের খাবারের কথা মনে রেখেছি। আবার মৌনতা ভেঙ্গে বললাম,

-- "তারপর বল তোর so called বাবার কি অবস্থা?"

-- "so called বাবা মানে?"

-- "মানে তোর বাবার কথা জিজ্ঞেস করেছি,,,যাই হোক বাদ দে,তোর কথা বল।"

-- "তুই কথা এড়িয়ে যাচ্ছিস কেন?"

-- "বাব্বা আগের মতই অভিমানী আছিস,আইসক্রিম খাবি বুড়ি?"

-- "তুই কি ভেবেছিস তুই-ই শুধু বদলে মহামানব হয়ে গেছিস?আর আমি আগের মত বুদ্ধু আছি,আমাকে রাগিয়ে তারপর আইসক্রিম দিলেই গলে যাব।"

-- "এত রাগিসনা বুড়ি,তোকে পেত্নির মত লাগছে।দেখি তোর গালটা একটু টেনে দেই। শোন বুড়ি,,।"

-- "হুম,বল।"

-- "এ কদিন ধরে কথা বলছি,একবার ও তো ভাইয়া বলে ডাকলিনারে।"

কথাটা বলে নিজেই কেঁপে উঠলাম,পাগলিটার চোখে চোখ রাখতে পারছিনা। এত কাঁদছে কেন ও?? ও নাহয় কাঁদছে কিন্তু আমিতো পাথর আমার আজ কি হলো। হঠাৎ আমাকে জাপটে ধরে হাউমাউ করে কান্না শুরু করল। আমার ছোট্ট পুতুলটাকে শক্ত করে আঁকড়ে ধরেছি,আর ছাড়বনা তোকে।হারিয়ে যেতে দিবনা।কান্না জড়ানো কণ্ঠে আর অস্ফুট স্বরে আমায় বকেই যাচ্ছে।

-- "ভাইয়া তুই আর মা আমাকে একা ফেলে কিভাবে চলে গেলি?"

-- "তোর বাবা তোকে খুব ভালবাসে তাই তোকে ছাড়েনি,মা কিইবা করতে পারত বল?"

-- "আমার বাবা তোর কিছুনা?"

-- "না,আমার কিছুনা। ঐ লোকটা আমার মাকে ঠকিয়েছে।"

পাগলিটা কেঁদেই যাচ্ছে। আমি যে এক হতভাগা,ছোট বোনের চোখের জলও মুছতে পারিনা।তাই বুঝি সৃষ্টিকর্তা আমার ওপর সদয় হয়েছেন। এক পশলা বৃষ্টি নামিয়েছেন আমার বুড়িটার চোখের জল ধুয়ে দিতে...

-- "টুনটুনি বাইরে তাকিয়ে দেখ । বৃষ্টি নেমেছে,কেন জানিস?তোর অশ্রু ধুয়ে দিতে। চল ছোটবেলায় হারিয়ে যাই।"

মুখে এক চিলতে হাসি ফুটিয়ে,আমার হাতটা শক্ত করে ধরে আমাকে বাইরে নিয়ে এল। আমার পাগলি ছোট্ট পুতুল বোনটার সাথে বৃষ্টিতে ভিজছি। জীবনটা এক মুহূর্তে এত্ত সুন্দর হলো কিভাবে...বৃষ্টি,,তুমি আরো জোরে ঝাপিয়ে পড়ো,আমাদের ভালোবাসার বৃষ্টি হয়ে...

 

( ফারিয়া তানজিলা রিবন্তী )

3 comments:

  1. Sejuti ,or bon.ata akta shok chilo.gd 1.

    ReplyDelete
  2. onek sundor buner proti baier balovasha

    ReplyDelete
  3. আসুন জেনে নিই সহবাসের সময় ছেলেদের কি কি সমস্যা হয় ও তার সমাধান
    সহবাস সমস্যা

    পুরুষের সকল স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান

    পুরুষের স্বাস্থ্য

    পুরুষের সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান
    পুরুষের স্বাস্থ্য ও যৌন সমস্যা

    নারীর সকল স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান
    নারীর স্বাস্থ্য

    নারীর সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান
    নারীর স্বাস্থ্য ও যৌন সমস্যা

    নারীর সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান
    নারীর স্বাস্থ্য ও যৌন সমস্যা

    র্দীর্ঘক্ষন সহবাস করতে না পারার সমস্যা ও তার মেডিকেল সমাধান নিয়ে প্রশ্নোত্তর!
    যৌন সমস্যা ও তার সমাধান

    সহবাসের স্বাভাবিক নিয়ম
    সহবাসের আগে ও পরে করনীয়
    সহবাস

    ReplyDelete