Subscribe:

" স্বপ্ন (প্রথম প্রহর)"

শীতে ভোর দেখতে বরাবরই ভাল লাগে অথৈ এর।শীতের ভোরের মাঝে একটা আলাদা সৌন্দর্য আছে।যা মন কে ছুঁয়ে যায়।ভোর হতে এখনো অনেক বাকি।আজ হঁঠাত্‍ ঘুম ভেংগে যায় তার।ঘুম আর না ধরায় অথৈ বারান্দায় গিয়ে দাঁড়ায় শীতের ভোর দেখার অপেক্ষায়।অনেক দিনপর সে এই ভোর দেখবে নিজের দেশের ভোর।কালই ভীনদেশ থেকে অনেক বছর পর সে নিজের দেশে এসেছে।

বারান্দায় দাঁড়িয়ে কুয়াশায় ঢাকা শেষ প্রহরের শহরটা কে দেখছে।আজ তার অনেক পুরানো স্মৃতি তাজা হয়ে গেল।কত রাত জেগে এই বারান্দায় শুভ্রর সাথে কথা বলেছে,স্বপ্ন দেখেছে,চাঁদের দিকে তাকিয়ে শুভ্রর দেখানো সুখের সংসার এর প্রহর গুনেছে,তার মনে এগুলো অধরা স্বপ্নের স্মৃতি ভেসে উঠল কিন্তু আজ যে এসব কিছুই এক দুঃস্বপ্ন।
সে কবেই না শুভ্র তার স্বপ্ন ভেংগে তাকে একা করে চলে গেছে।আজ
অনেকদিন হল সে শুভ্র কে হারিয়েছে তবুও আজ শুভ্রর সাথে কাটানো প্রতিটি মূহুর্ত তার প্রতিটি কথা স্পষ্ট মনে আছে।কিন্তু এখন আর সে শুভ্রর স্মৃতি মনে করতে চায় না কারন মনে করলেই তার শুভ্রর দেয়া কষ্ট গুলো মনে পরে যায় যা তার মনের আঙিনায় ঝড় তুলে দেয়।

দক্ষিনের এক প্রান্তে অপলক নয়ন রেখে এসব ভাবতে ভাবতে সে নিজেকে প্রশ্ন করলো,"আচ্ছা এখন বোধ্য় শুভ্র ওর প্রিয়তমার সাথে গল্প করছে,আচ্ছা শুভ্র কি বিয়ে করেছে?যদি বিয়ে করে তা হলে এখন সে তার বউ কে জড়িয়ে ঘুমিয়ে  আছে,এখনো মনে হয় সে সারারাত ভোর গল্প করে,আমার সাথে যেমন করতো"।
অথৈ এসব ভাবে আর নিজের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস ফেলে।

এখনো মাঝে মাঝে অথৈ শুভ্রকে খুব মিস্ করে।শুভ্র আজ অন্য কারো অন্য কাও কে ভালবাসছে এসব ভাবতেই অথই এর চোখে পানি এসে যায়।মনের মাঝে চাপা কষ্ট অনুভব করে।কিন্তু তাও আজ শুভ্রর প্রতি কোনো রাগ,অভিযোগ নেই।কারন আজ অথৈ এর সাথে তার স্বপ্ন আছে।যে তার সব কষ্ট এক নিমেষে ভুলে দিয়েছে।তার ভেংগে পড়া জীবন কে নতুন করে তুলেছে।যে জীবনে শুভ্র শুধু কষ্ট আর অশ্রু দিয়ে গিয়েছিল সে জীবনে স্বপ্ন
 আনন্দ আর হাসি ভরে দিয়েছে।স্বপ্ন'ই তার ভাংগা স্বপ্ন গুলো কে পিছে ফেলে নতুন স্বপ্ন দিয়েছে।অথৈ কে বেঁচে থাকার কারন দিয়েছে,নতুন করে স্বপ্ন দেখিয়েছে।যখন কেও তার পাশে ছিল না তখন স্বপ্নই তার বেঁচে থাকার একমাত্র আশা হয়ে জীবনে আসেছিল।আজ অথৈ এর শুভ্রর ভালবাসা না পাওয়ার দুঃখ নেই কারন আজ তার জীবনে স্বপ্ন আছে।যে তাকে ভালবাসে আর যে তার ভালবাসা একটু হলেও বোঝে।অথৈ যত টা শুভ্র কে
 ভালবাসে তার চেয়ে বেশি স্বপ্ন কে ভালবাসে।

সূর্যের মিষ্টি আলোয় অথৈ এর ভাবনার ঘোর কাটলো ।ভোর হয়ে গেছে অথৈ মুগ্ধ চোখে শীতের ভোর টা দেখছে।হঁঠাত্‍ সে লক্ষ্য করলো যে একটা ছেলে আর মেয়ে এই ভোরে হাতে হাত ধরে যাচ্ছে।অথৈ এর মনে পরে গেল শুভ্রর সাথে সেও এভাবে শীতের সকাল অনুভব করতো,একটা গাছের নিচে বসে সুখের স্বপ্ন আঁকতো।অথৈ এর  মন এসব ভাবছে দেখে অথৈ নিজেই নিজে কে বললো "এসব অর্থহীন বিষয় আর না ভাবতে,এই
 সম্পর্ক তো শুভ্রর কাছে ভালবাসার না অর্থহীন আবেগের ছিল যার কোনো মূল্য ছিল না তার কাছে।তাহলে কেন সে নিজে এটা নিয়ে ভাবছে"।

কিন্তু এই শীতের অপরুপ সৌন্দর্য তার চোখের সামনে তুলে ধরল শুভ্রর সাথে কাটানো প্রতিটি মূহুর্তের স্মৃতি।আর এই স্মৃতিচারন করতে করতে ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো,নিজেকে যতো টা সম্ভব সামলানোর চেষ্টা করলো।নিজেকে সামলিয়ে এক স্তব্ধ দৃষ্টিতে সে
 আকাশের
 দিকে তাকিয়ে এক অচীন খেয়ালে  ডুবে গেল তার প্রাচীন দুঃস্বপ্ন গুলো নিয়ে।


কাক এর ডাকে অথৈ ভাবনা থেকে বাস্তবতায় ফিরলো।আলতো করে অশ্রু সিক্ত চোখটা মুছলো।অনেক টা সময় পার হয়ে গেছে সূর্য কুয়াসা কেটে আলো ছড়িয়েছে।অথৈ এই অপূর্ব ভোরের মুহুর্ত টা লেখার জন্যে তার ডাইরি আনতে টেবিলে গেল।কিন্তু সেখানে সে দেখলো সুন্দর মোড়োকে মোড়ানো একটা গিফ্ট আর একটা কার্ড্।গিফ্ট টা খুলে সে দেখলো তার প্রিয় চকলেট,আর কার্ডটায় দেখলো সেখানে কচি কচি হাতে লেখা

"HAPY BRITHDAY TO U..U ARE MY ANGEL..I LOVE U..

        ''মা''।"
লেখাটায় কিছু বানান ভুল ছিল তবুও তা তার মন কে ছুয়ে গেল।
লেখাটি পড়ে অথৈ এর চোখ আর মন আনন্দে ভরে গেল।তার মনে ছিল না আজ তার জন্ম দিন।কিন্তু তার ৬বছরের ছেলে টার ঠিকই মনে আছে।


অথৈ তার ছোট্ট সোনামনির উপহার টা বুকে জড়িয়ে ধরলো।এই মুহুর্তের কথা মনে করে সে আনন্দে অশ্রু সিক্ত হচ্ছিলো।তখনি এক কচি মিষ্টি স্বর বলে উঠলো'' হ্যাপি বাত্ ডে মা, গুট মন্নিং''স্বপ্নের এই মিষ্টি ডাকে পিছে ফিরে তাকালো অথৈ,তার প্রাণের টুকরে কে সে বললো 'গুড মর্নিং সোনা থান্ক্স ফর এভেরি থিং''।
স্বপ্ন তার মা এর চোখে পানি দেখলো সে অস্থির হয়ে দৌরে বিছানা থেকে নেমে তার কচি কচি হাত দিয়ে অথৈ এর চোখের পানি মুছে দিয়ে বলে,"কাদো কেন কি হইতে মা''।
অথৈ বলে আজ খুব খুশি তাই এগুলো খুশির কান্না।তখন স্বপ্ন অথৈ এর গালে চুমু দিয়ে তাকে জড়িয়ে বলে,"তুমি কাদো কাদো করবে না,আমার বালো লাগে না,তোমার সাতে তোমার স্বপ্ন আছে না,তুমি কাদো না"।
অথৈ তাকে শক্ত করে জড়িয়ে বলে "I LOVE U SONA"  ।আর মনে মনে শুভ্র
 কে বলে "TNX FOR GIVING ME THE BEST GIFT OF THE WORLD,এই গিফটের কাছে তোমার দেয়া সব কষ্ট মাফ ,and sorry that i still love u"।


(আবেগ খুব খারাপ জিনিস বেশি আবেগে মানুষ ভালবাসায় ভুল করে ফেলে,আর যখন কেও এই ভুলের দায়িত্ব নেয় না,তখন ভালবাসা কেও ভুলে এই ছোট্ট ফুল কে মেরে ফেলে দেয়া হয়,কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তার ভালবাসার মানুষ কে পর্যন্ত মাফ করে এই ছোট্ট ফুল কে নিজের স্বপ্ন করে ,বুকে আগলে রেখে সমাজের সাথে সবার সাথে লড়াই করে চলে তার ফুল কে উজ্জল আলো দেখাতে,আর এইসকল Single মা দের আমার সালাম্,সবার কাছেই
 তার সন্তান অমূল্য সন্তান যেমনি হোক আর তোমরাও একটু হলেও স্বপ্নের মত করে তোমার মার জন্যে কিছু করো,)


-রাত্রি জামান ভোর

No comments:

Post a Comment