Subscribe:

সন ১৯৮৬, ২১ নভেম্বর

একদিন এক বৃদ্ধ পিতা তার ৩০ বছর বয়স্ক সন্তান কে নিয়ে বারান্দায় বসে আছে
এসময় একটা চড়ুই এসে বসলো ওখান এ

বাবা সন্তান কে বললেন- ওটা কি?

সন্তান বলল- ওটা চড়ুই

বাবা ২ মিনিট পর পুনরায় জিজ্ঞেস করলেন ওটা কি?



সন্তান বিরক্তের সাথে জবাব দিল ওটা হল চড়ুই বললাম তো

১০ মিনিট পর বাবা আবার এক ই প্রশ্ন করলেন

এবার সন্তান রেগে ধমক দিল তার বাবা কে !
তোমার সমস্যা কি ? এক কথা কয়বার বল !!!

বাবা আস্তে করে উঠে গেলেন ওখান থেকে,ঘর থেকে নিয়ে আসলেন তার নিজের একটা ডাইরি

যেখানে তিনি তার সব ভালো লাগা-মন্দ লাগা লিখে রাখেন

পাতা উল্টাতে থাক্লেন নিজে- একটা পাতায় থমকে দারালেন বাবা ।

কি লেখা ওতে?

"সন ১৯৮৬, ২১ নভেম্বর

আমার ছোট্ট ছেলেটা আজ বারান্দায় আমার সাথে বসে অনেক ক্ষণ দুষ্টামি করল, একটা কাক কে দেখে সে আজ ২৩ বার আমায় প্রশ্ন করে চলেছে ওটা কি ,ওটা কি

আমি ২৩ বার জবাব দিলাম,এরপর ও ক্ষান্ত হল,চুপ হল-অকে বুকে জড়িয়ে ধরলাম :)"

পড়তে পড়তে ভদ্রলোক এর চোখ দিয়ে অশ্রু গরিয়ে পরল

** যেই লোক শিশু তার শিশু সন্তান এর ২৩ বার এর প্রশ্নেও বিরক্ত না হয়ে বরঞ্চ আদরে জড়িয়ে ধরেছেন,তার ই বৃদ্ধ বয়স এর ৩ বার এর জবাবে খেতে হয় ধমক !!!

শৈশব এ যে হাত এর সাহারায় বেরে উঠেছেন, বাহু বল শক্ত হল বলে বার্ধক্যে তাকে একা করে ফেলে দেবেন না দয়া করে

ভুল কিছু বললে ক্ষমা করেবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন





✿অভিমানী✿

No comments:

Post a Comment